The Preposition Rules-Part-02




Off


1. Off মুলতঃ Adverb হিসেবে ব্যবহৃত হয়। তবে এখানে Preposition হিসেবে কিছু ব্যবহার দেখানো হল


2. কাছাকাছি ঘেঁষে নয়, দূরে রকম বোঝাতে - Take the chair off the room. Keep off the
plant.


3. বিচ্ছিন্নতা বা বিচ্যুতি বোঝাতে - Take the shoes off your feet.


4. অভ্যস্ততা বোঝাতে -The patient is off his meal. For some
reasons, he is off his jovial mood.


5. সমুদ্রের কাছাকাছি -We went off the shore.


Near নিকটে


Near + স্থান বাংলায় অর্থ হবে নিকটে He lives near the sea/ the college/Taltala
market.


Towards দিকে






Towards + স্থান বাংলায় অর্থ হবে দিকে -- He went towards the sea/ the college/Taltala market.


Between/Among মধ্যে


দুই জনের/দুইটা জিনিষের মধ্যে বুঝাতে between বসে আর দুই এর বেশী বুঝালে among বসে যেমন: a. ‘B’ comes between A and C.    b. He
divided the money between the two children.


Along (বরাবর)


1. যখন বরাবর বুঝায় তখন along বসে। যেমন:--We walked along the road.


2. along (এদিক থেকে অন্য দিকে) যখন কোন কিছুর এক পাশ থেকে অন্য পাশে বুঝায় তখন along বসে


যেমন:- A small river goes along the river.


Round/Around(চারপাশে)


1. round/around+Noun/Pronoun বাংলায় অর্থ হবে চারপাশে  যেমন: The earth moves round the sun.


/ They were all sitting
round the table.


2. around+ সময় বাংলায় অর্থ হবে প্রায়  যেমন:----It is around 8 o’clock.


Past পাশ দিয়ে 


Past+------ বাংলায় অর্থ হবে পাশদিয়ে  যেমন:----He walked past me without talking.


Beside(পাশে)


Beside + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পাশে যেমন:--সে আমার পাশে বসেছিল - He sat beside me.


In front of(সামনে) /Behind(পিছনে)


Infront of+Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে অনুরূপভাবে Behind +Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছনে। যেমন:- He sat in front of me but hehind you.


Under(নিচে)


1. কোন কিছুর ঠিক নিচে বোঝাতে বসে -We took rest under a banyan tree. / Keep the bag under
the table.


2. কারো অধীনে কাজ করা বা কোন অবস্থায় থাকা অর্থে-I am doing under Mr. Robert. / Try to keep
the boy under control.


3. শাসনামল বোঝাতে -Were we in peace under British rules?


4.  প্রক্রিয়াধীন বোঝাতে -He can work hard under pressure. Your
proposal was under consideration.


5.  অনুযায়ী অর্থে-Under the term, he would be punished if he
fails to repay.


6. কোন কিছু দিয়ে ঢাকা বুঝাতে বা উপরীভাগের নীচে বুঝাতে বসে -Most of the ice berg is under the water. / Under the
mountain, there is a network of caves.


7. নিকটে বুঝানোর জন্য -There is a village under the hill.


8. বয়সে কম বুঝানোর জন্য-Many children under five go to nursery school. / If you
are under 6, you can buy half rail tickets.


9. সময়, দুরত্ব বা পরিমানের দিক দিয়ে কম বুঝানোর জন্য-It is under a mile from here to the post office. / It
took us under an hour to reach.


10. পদের (rank) দিক দিয়ে নীচে বুঝানোর জন্য- No one under the rank of captain enters the room.


11. নিমজ্জিত বা আচ্ছাদিত বুঝাতে - The whole village is under water.


12. ছাড়া কিছু Expression বসে যেমন:-- under repair, under construction(নির্মানাধীন), under consideration(বিবেচনাধীন), under arms(অস্ত্রসস্ত্র সজ্জিত), under trial (বিচারাধীন), under sentence(দন্ডাদেশপ্রাপ্ত)


After (পরে)


1. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পরে -Where will you go after dinner? / He will meet me after
his lunch.


2. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে পিছু নেওয়া বা ধাওয়া করা -We ran after the thief. /  Do not hanker after
money.


3. After + Noun/Pronoun বাংলায় অর্থ হবে অনুসারে -The museum is built after my design. / This
pen was bought after my choice. / He is named after his father.


4. After +---- বাংলায় ধারাবাহিকতা বোঝাতে বসে -We entered the house one after another.


Before আগে


1. Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে  আগে -He passed the SSC examination before 1992. /
                                                                        
   Your turn will come before me.


2.  Before + Noun/Pronoun বাংলায় অর্থ হবে সামনে -He stood before me. He fainted before me.


3. Before + সময় বাংলায় অর্থ হবে আগেই - He put the proposal before 10 pm..


Since


1. since+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He has been reading since yesterday.


2. since + Noun/Pronoun বাংলায় অর্থ হবে হইতে/থেকে - He is alone since his wife’s death.





Without ছাড়া


1. Without+Verb+ing ছাড়া বাংলায় অর্থ হবে ব্যাতিত (না ইয়া বা না ইলে) -Without reading attentively he will fail.


2. Without + Noun/Pronoun বাংলায় অর্থ হবে ছাড়া --Without your help, I would have failed.





But


but অর্থ- ব্যতিরেকে- Nobody but Alom knows the way





Within মধ্যে


1. Within+ নির্দিষ্ট সময় বাংলায় অর্থ হবে মধ্যে-You should receive a reply within seven
days.


2. Within+ নির্দিষ্ট  স্থানের দুরুত্ব বাংলায় অর্থ হবে মধ্যে --I live within walking distance. /
                                                                      
               I
will stay within two miles.


3. Within+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে মধ্যে --Try to live within your means.


                                                           
               He
lives within his income.


Beyond বাইরে


Beyond+ Noun/Pronoun বাংলায় অর্থ হবে কারও সমর্থ বা ক্ষমতার বাইরে -He lives beyond means.


About(সম্বন্ধে)


1. about +Noun/Pronoun বাংলায় অর্থ হবে সম্বন্ধে - I am telling you about my career. /
        
                                                                 Let
us talk about our business.


2. about+ সংখ্যা বাংলায় অর্থ হবে প্রায় অর্থে - He is about five feet high. I need about
50 thousand taka.


3.  about শেষে বসলে বাংলায় অর্থ হবে এদিক ঐদিক --He was walking about.


4. about +to+ Verb বাংলায় অর্থ হবে প্রায় - He is about to die.


Across


1.  Across+ স্থান বাংলায় অর্থ হবে এক পাশ থেকে অন্য পাশে -He walked across the street.


2. Across + স্থান বাংলায় অর্থ হবে অপর পার্শ্বে -We shall soon be across the channel


3. Across + স্থান বাংলায়  অর্থ হবে এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত -There is a bridge across the river.


Through(ভিতর দিয়ে)


1. Through+Noun/Pronoun বাংলায় অর্থ হবে ভিতর দিয়ে যেমন:----Water passes through the pipe.


2. Through+ স্থান বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---He went to Khulna through Jessore.


3. Through+----- বাংলায় অর্থ হবে মধ্য দিয়ে যেমন:---You can gain success through hard labour.


Against বিরুদ্ধে


1. Agaist + Noun/Pronoun
বাংলায় অর্থ হবে বিপক্ষে -There are ten votes against Rana.


2. Against +
Noun/Pronoun
বাংলায় অর্থ হবে বিরুদ্ধে-He complained to the Principal against me.


3. Against + সময় বাংলায় অর্থ হবে প্রতিকুলে বা বিপরীত দিকে -We sailed against the wind.


4. Against +
Noun/Pronoun
বাংলায় অর্থ হবে কোন কিছুর সাথে  -The ladder was against the wall.

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.