Past continuous tense কাকে বলে উদাহরণ সহ গঠন প্রনালী







. Past
continuous tense
: অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে verb-এর
past continuous
tense হয়।অর্থাৎ অতীত কালে কিছু সময়ের জন্য কোন কাজ চলছিল বোঝালে Past Continuous Tense ব্যবহৃত হয়।


গঠন প্রণালি: Subject-এর পর person number অনুসারে was বা were বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়।


বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, চ্ছিল, চ্ছিলে, চ্ছিলেন, ছিল, ছিলাম, ছিলে, অথবা ছিলেন থাকলে সাধারণত past tense হয়ে থাকে। 


Example:


o    He was
reading the book -
সে বইটি পড়ছিলো/পড়তেছিল।


o    They
were playing football -
তারা ফুটবল খেলছিল।


o    The
birds were flying in the sky -
পাখিরা আকাশে উড়ছিল।


Structure of the sentence: Positive sentence:


Subject + was/were + present form of the verb +
ing + object.


Example:


o    He was
singing a song.


o    They
were walking together.


o    You
were talking like a teacher.


Note: Subject first and third person singular হলে was বসবে। You/we/they এবং অন্যান্য plural subject এর শেষে were বসবে।


Negative sentence:


Subject + was not/were not + present form of the
verb + ing + object.


Example:


o    I was
not taking tea.


o    He was
not teaching English.


o    They
were reading in the classroom.


Interrogative sentence:


o   
Was/were + subject + present form of the verb + ing + object + note of
interrogation (?)


Example:


o    Was he
reading the book?


o    Were
they traveling to Chittagong?


o    Was
she singing the song?


No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.