Sentence বা বাক্য কাকে বলে? কত প্রকার ও কি কি?
Sentence
কি ? Sentence বলতে কি বুঝায় ? Sentence কত প্রকার ও কি কি ?
Ans:দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।
যেমন :
1. আমি ভাত খাই - I eat rice.
2. তাহারা মাঠে খেলিতেছে - They are playing in the field.
3. আল্লাহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
4. এদিকে এসো - Come here.
5. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The Man is dead.
অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে
তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।
The sentence is known as
the basic unit of English grammar. It contains a word or a group of words that
expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject
and a verb. Also, it may consist an object or a complement, and the words are
ordered properly. A verb is a must in a sentence, and without a verb, no
sentence can be formed.
Look at the examples
very carefully:
o Shina
eats pizza.
In this sentence, Shina
is the subject, eat is a verb and pizza is an object.
o Rahim
loves to travel.
Here, Rahim is the
subject, loves is the verb and travel is an object or complement.
Similarly,
o They
play football.
এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order
maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।
যেমনঃ Rahim loves
to travel কে যদি আমরা Order maintain না করে লিখি তাহলে To
travel loves Rahim. এখানে সম্পূর্ণ ভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন বাক্য না।
Sentence এর প্রকারভেদ : অর্থ অনুসারে Sentence কে পাঁচ
ভাগে ভাগ
করা হয়েছে
।
যেমন:
Classifications of Sentences:
There are five
categories of sentences according to their meaning and functions. These are:
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):
No comments