Assertive Sentence কি বা Assertive Sentence বলতে কি বুঝায় ?

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য): যে Sentence  কোন কিছু বর্ণনা করে বা বিবৃতি প্রকাশ
করে
তাকে
Assertive Sentence বা বর্ণনামূলক বাক্য বলে






যেমন:



1.আমি বই পড়ি - I read a book.

2. সে স্কুলে যায় - He goes to school.

3. জেলরা
মাছ
ধরিতেছে
-
 The fishermen are catching fish.

4. মা রান্না করিতেছে - Mother is cooking.

5. আলিমা
টাইপ
করিতেছে 
- Alima is typing.

 6. সুইটি খেলিতেছে - Sweety is playing.

 7. স্বপন কাজটি করিয়াছেSwapan has done the work.

8. রাজু এসেছে - Raju has come.


9. সাদিয়া
বই পড়িয়াছে
-
 Sadia has read a book.

10. ফাতেহা স্কুলে গিয়েছে - Fateha has gone to school.




Assertive sentence  প্রকার :




i.Affirmative sentence 
বা হ্যাঁ সূচক বাক্য : sub.+verb+Obj+place +time
+ext.




She is well today


ii.Negative sentence : sub.+a/v ( auxiliary
verb)+not+verb + place+ time+ others.




She is not well today


No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.