Write an email to your friend thanking for the birthday gift

Question:

Write an email to your friend thanking for the birthday gift

Answer:

From: aman@email.com

To: zaman@email.com

Sent: October 3, 2022, 10:00 pm

 Subject: Thanking for birthday gift.

 My dear Zaman,

Take my sincere love. My birthday function was held last October 2, 2022.  All my friends were present at the function except you.  Our friend Noman said that you were very ill.  So you couldn't attend my birthday party.  I am very sorry for your illness.  I pray for you so that you may recover soon.  Even though you couldn't attend my birthday party, you sent me a nice birthday gift with Noman.  All my friends gave me birthday gifts.  But your birthday gift is very nice.  I have liked your birthday gift most.  Thank you very much for sending me such a nice birthday gift.  You must visit our house after recovering from illness.  Finally. I wish you well and end here.

No more today.  Talk to you more when we meet.  Convey my best regards to your parents and my deep love and sincere affection to your younger brothers and sisters.

Yours ever, 

Aman

Email thanking for birthday gift

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে একটি ইমেল লেখ।

উত্তর:

হইতে: আমান@ইমেল.কম

প্রতি: জামান@ইমেল.কম

পাঠানো হয়েছে: অক্টোবর ৩, ২০২২, ১০:০০ পিএম

বিষয়: জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ।

আমার প্রিয় জামান,

আমার আন্তরিক ভালবাসা নিও। আমার জন্মদিনের অনুষ্ঠান গত ২ অক্টোবর, ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছিল। তুমি ছাড়া আমার সমস্ত বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। আমাদের বন্ধু নোমান বলল তুমি খুব অসুস্থ। তাই তুমি আমার জন্মদিনের পার্টিতে যোগ দিতে পারোনি। তোমার অসুস্থতার জন্য আমি খুবই দুঃখিত। আমি তোমার জন্য প্রার্থনা করছি যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারো। যদিও তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে পারোনি তবুও তুমি আমাকে নোমানের দিয়ে একটি সুন্দর জন্মদিনের উপহার পাঠিয়েছো। আমার সব বন্ধুরা আমাকে জন্মদিনের উপহার দিয়েছে। তবে তোমার জন্মদিনের উপহারটি খুব সুন্দর। তোমার জন্মদিনের উপহারটি আমার সবচেয়ে পছন্দ হয়েছে। আমাকে এত সুন্দর জন্মদিনের উপহার পাঠানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অসুস্থতা থেকে সেরে উঠার পর তুমি অবশ্যই আমাদের বাড়িতে আসবে। অবশেষে আমি তোমার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।

আজ আর নয়। সাক্ষাৎ এ অনেক কথা হবে। তোমার পিতামাতাকে আমার শুভেচ্ছা জানাইও এবং তোমার ছোট ভাই ও বোনদের প্রতি রইল আমার গভীর ভালবাসা এবং আন্তরিক স্নেহ।

ইতি,

আমান

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.