Write an email to your friend offering New Year greetings

Question:



Write an email to your friend offering New
Year greetings.



Answer:



From:sathe@email.com



To:swapno@ email.com



Sent: February 24, 2023, 11:00
AM



Subject: Happy New Year 20……..!



Dear Swapno,



Happy New Year!  I
couldn't understand how a year passed and a new year started.  While going
out in the morning, everyone says Happy New Year!  Happy New Year! 
You are my very close friend.  Suddenly I remembered you.  So I am
writing to you offering New Year greetings. I wish you happiness, health and
success at the beginning of the New Year.  May sorrow be banished from
your life and everlasting peace come into your life.  As we move into the
New Year, I want to share with you the joyous moments of my life.  May the
New Year be filled with laughter and love.  May you achieve your goals and
dreams and find fulfillment in everything you do.  Remember to take time
for yourself, relax and rejuvenate, and cherish moments spent with loved ones.
As we are moving into this new year, we will  do so with a new hope,
determination and positive attitude.  Let's make the most of each day and
be thankful for the blessings that come our way.  May the days of you
ahead of the New Year be spent with joy. Today I end here by saying happy New
Year again.



Wish your parents and younger
brothers and sisters Happy New Year from me. Like you, may their days be happy
and beautiful.



Warmest regards,



Sathi



Happy New Year greetings



বাংলা
অনুবাদ:



প্রশ্ন:



তোমার
বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ইমেল লেখ।



উত্তর:



হইতে:
সাথী
@ইমেইল.কম



প্রতি:স্বপ্ন@ইমেইল.কম



পাঠানো
হয়েছে: ফেব্রুয়ারি ২৪
, ২০২৩, ১১:০০ এএম



বিষয়: শুভ নববর্ষ ২০……..!



প্রিয়
স্বপ্ন
,



শুভ নব
বর্ষ!
 কিভাবে যে একটা বছর কেটে গেল আর একটা নতুন
বছর শুরু হল বুঝতেই পারলাম না।
 সকালে বের হওয়ার সময় সবাই বলছে শুভ
নববর্ষ!
 শুভ নব বর্ষ! তুমি আমার খুব কাছের বন্ধু। হঠাৎ তোমার কথা মনে পড়লো। তাই তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখছি। নতুন বছরের শুরুতে আমি তোমার সুখ, স্বাস্থ্য এবং সাফল্য কামনা করি।  তোমার জীবন থেকে দুঃখ দূর হোক এবং তোমার
জীবনে অনন্ত শান্তি আসুক।
 আমরা
যখন নতুন বছরে পা রাখছি
, আমি আমার জীবনের আনন্দময় মুহূর্তগুলো তোমার
সাথে শেয়ার করতে চাই।
 নতুন
বছর হাসি আর ভালোবাসায় ভরে উঠুক।তোমার লক্ষ্য এবং স্বপ্ন অর্জিত হোক
, এবং তুমি যা কিছু কর তা পরিপূর্ণতা খুঁজে
পাক।
 নিজের জন্য সময় নিতে, শিথিল এবং পুনরুজ্জীবিত হতে এবং প্রিয়জনের
সাথে কাটানো মুহূর্তগুলিকে লালন করতে মনে রেখ।
 আমরা যখন এই নতুন বছরে প্রবেশ করছি, আমরা নতুন আশা, সংকল্প ও ইতিবাচক মনোভাব নিয়ে তা করব। এসো প্রতিটি দিনের সর্বাধিক সদ্ব্যবহার করি
এবং আমাদের পথে আসা আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হই।
 তোমার নতুন বছরের সামনের দিনগুলো আনন্দে
কাটুক।
  আজ আবার শুভ নববর্ষ বলে এখানেই শেষ করছি।



তোমার
বাবা-মা এবং ছোট ভাই ও বোনদের আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাই।
 তোমার মতো, তাদের দিনগুলি সুখি ও সুন্দর হোক।



উষ্ণ
শুভেচ্ছান্তে
,



সাথী

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.