Write an email to your friend about the importance of learning English.

Question: 

Write an email to your friend about the importance of learning English.  

Answer:

From: sakib@email.com

To: rakib@email.com

Sent: December 18, 2022, 8:00 am

 Subject: Importance of learning English.

 My dear Rakib,

I have received your email just now. In the email you have informed me that you have failed the JSS exam in English. I am very sorry to hear the news. I didn't know before that you are so weak in English. Don’t you study English? At present nothing is possible without English. I think you don't know the importance of learning English. That's why you don't learn English. Today I will tell you the importance learning of English. You read the email carefully and listen to the importance of learning English. English is an international language. This language is used in most of the countries of the world. The official language of these countries is English. Besides, there is no substitute for knowing English in international business management and communication. Nowadays, multinational companies want people for jobs who are fluent in English. Not only this, all the books of higher education are written in English. If you don't know English, it is not possible to acquire higher education. Moreover, to get a good job, you must learn English. In a word, if you don't know English, you will be able to adjust nowhere. Why don't you learn English even though English is so important? I hope you will study English more from now on and do well in English in the next exam.

No more today. Convey my best regards to your parents and my deepest love to your little sister.

Your loving friend,

Shakib

আর্টিকেলটি ভাল লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ব্লগটি পরিদর্শনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Importance of learning English email

বাংলা অনুবাদ:

প্রশ্ন:

তোমার বন্ধুকে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে জানিয়ে একটি ইমেল লেখ।

উত্তর:

হইতে: সাকিব@ইমেইল.কম

প্রতি: রাকিব@ইমেইল.কম

পাঠানো হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২২, সকাল ৮:০০ টা।

 

বিষয়: ইংরেজি শেখার গুরুত্ব।

 

আমার প্রিয় রাকিব,

তোমার পেয়েছি। ইমেইলে তুমি আমাকে জানিয়েছেন যে তুমি ইংরেজিতে জেএসসি পরীক্ষায় ফেল করেছো। সংবাদটি শুনে আমি খুবই দুঃখিত। তুমি যে ইংরেজিতে এত দুর্বল তা আমি আগে জানতাম না। তুমি কি ইংরেজি পড় না? বর্তমানে ইংরেজি ছাড়া কিছুই সম্ভব না। আমার মনে হয় তুমি ইংরেজি শেখার গুরুত্ব জানো না। সেজন্য তুমি ইংরেজি শেখ না।আজ আমি তোমাকে ইংরেজি শেখার গুরুত্ব বলব। তুমি ইমেইলটি মনোযোগ সহকারে পড় এবং ইংরেজি শেখার গুরুত্ব শোন।  ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের অধিকাংশ দেশে এই ভাষা ব্যবহার করা হয়। এইসব দেশের সরকারী ভাষা ইংরেজি। এছাড়া আন্তর্জাতিক ব্যবসা পরিচালনা ও যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি জানার কোন বিকল্প নেই। আজকাল, বহুজাতিক কোম্পানিগুলো চাকরির জন্য এমন লোক চায় যারা ইংরেজিতে পারদর্শী। শুধু তাই নয়, উচ্চশিক্ষার সব বই ইংরেজিতে লেখা। ইংরেজি না জানলে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব নয়। তাছাড়া ভালো চাকরি পেতে হলে অবশ্যই ইংরেজি শিখতে হবে। এক কথায়, তুমি যদি ইংরেজি না জানো তাহলে তুমি কোথাও মানিয়ে নিতে পারবে না। ইংরেজি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও তুমি ইংরেজি শেখ না কেন? আমি আশা করি তুমি এখন থেকে বেশি বেশি ইংরেজি অধ্যয়ন করবে এবং পরবর্তী পরীক্ষায় ইংরেজিতে ভাল করবে।

আজ আর নয়। তোমার বাবা-মাকে আমার শুভেচ্ছা ও তোমার ছোট বোনটিকে আমার গভীর ভালবাসা জানাবে।

তোমার প্রিয় বন্ধু,

সাকিব

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.