Sentence Connectors Rule Part -3

Sentence Connectors 



Rule -31: According to /in according
with / accordingly
অনুসারে /অনুযায়ী : আগের কোনো কাজ / ঘটনা / বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ / ঘটনা সম্পাদিত হলে এই Linkers গুলো ব্যবহৃত হয়। যেমন :According to me, Khaled is not only a good student but also a
good player .



Rule -32: পর্যন্ত অর্থে Till এবং যে পর্যন্ত না অর্থে until ব্যবহৃত হয় ।যেমন : Pray to Allah till the sunrise .



Rule -33: Still/till now /even now এখনো /এখন পর্যন্ত : এখনো বা এখন পর্যন্ত চলছে , তা বোঝাতে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন :The teacher is discussing the importance of learning English
even now .



Rule -34: Suddenly /all on a sudden হঠাৎ :হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই Linkers গুলো ব্যবহৃত হয় যেমন :That day we were reading in our room .suddenly, we heard them
crying.



Rule -35:If /even if / unless যদি / এমনকি যদি / যদি না যদি / এমনকি যদি / যদি না অর্থ প্রকাশ করতে ধরনের Linker ব্যবহৃত হয় যেমন If I had enough money, I would establish a college in my
village.





Rule -36:Above all সর্বোপরি : সামগ্রিকভাবে
কোনো
কিছুকে
প্রাধান্য
দিয়ে
লিখতে
গেলে
এই
Linker
ব্যবহৃত
হয়

যেমন:Above
all, he was a very honest man .



Rule -37: Undoubtedly /on doubt /
surely /of course / certainly / truly speaking
নি:সন্দেহে / নিশ্চিতভাবে / অবশ্যই  – এমন বক্তব্য প্রকাশ করতে ধরনের Linkers ব্যবহৃত হয় যেমন:Undoubtedly you are wrong .



Rule -38: Whoever যে হোক : কোনো ব্যক্তির ব্যক্তিপরিচয় অনিশ্চিত হলে এই Linkers ব্যবহৃত হয় যেমন :Whoever is present here, he /she should listen our request.



Rule -39: Unfortunately /unluckily দুর্ভাগ্যজনকভাবে : কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশে এই Linker ব্যবহৃত হয় যেমন :We went to meet the principal. Unfortunately, we did not get
him at his office.



Rule -40:Whatever যা হোক  কোনো বিষয় / বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তার পূর্বে এই Linker টি ব্যবহৃত হয় যেমন   Whatever you want , it must be legal .





Rule -41:In order to/to উদ্দেশে
:
যে
কাজের
উদ্দেশে
কোনো
কিছু
করা
হবে
বা
হয়
বা
হয়েছে
,
উদ্দেশ
-
প্রকাশক
সেই
verb
এর
আগে
in order to / to
বসে যেমন :She went to market in
order to b to uy a book .



Rule-42: So that / in order that যাতেউদ্দেশ্য-প্রকাশক Subordinate caluse এর আগে ধরনের linker ব্যবহার করে  principal clause এর সঙ্গে যুক্ত করা হয় He is reading attentively so that he can get GPA-5



Rule 43: that যে /যা / যেটা : যে / যা  যেটা বুঝিয়ে এই Linker ব্যবহৃত হয় যেমন We know that he is a freedom fighter.



Rule 44: Whether /weather … or কিনা: নিশ্চিত নয় , এমন বিষয় , বস্তু , ঘটনা বা ব্যক্তির আগে এই Linker টি ব্যবহৃত হয়। যেমন :I do not know weather she will come or not .



Rule :45: Whenever যখনই হোক : অনিশ্চিত সময়-প্রকাশক ঘটনা, কাজ বা কালের পূর্বে এই Linker টি ব্যবহৃত হয় যেমন: Whenever you need me, just make a phone call.



Rule-46: Wherever যেখানেই হোক : অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই Linker টি ব্যবহার হয়। যেমন:Whenever he goes for help nobody helps him.



Rule-47: As/ since/ because of /
for/ on account of/ due to/ owing to
যেহেতু / কারণে : যেহেতু / কারণে প্রকাশক clause এর পূর্বে এই linker গুলো ব্যবহৃত হয় যেমন : I could not go out because of/ owing to the heavy rainfall.





Rule-48: Enough to যথেষ্ট : কোনো
বৈশিষ্ট্যের
পর্যাপ্ততা
বা
অপর্যাপ্ততার
কারণে
কোনো
কাজ
সংঘঠিত
হলে
বা
না
হলে
সেই
কাজের
verb
এর
আগে
এই
 linker
টি ব্যবহার করা
হয়।
যেমন
:She was not meritorious enough to get GPA-5.



Rule-49: Though/ although যদিও : দুটি বিপরীতধর্মী clause কে যুক্ত করতে এই linker টি ব্যবহার হয়। যেমন :Though he worked hard, he could not get GPA-5.



Rule-50: In spite of/ despite সত্বেও : একটি sentence / clause এর সঙ্গে  অপর একটি বিপরীত ভাব প্রকাশ করা phrase- কে যুক্ত করতে ধরনের linker ব্যবহৃত হয়। যেমন :In spite of his hard labour, Kawsar could no reach his goat.





Rule-51: Once/ once upon a time/ many day ago/ long
long ago/ in ancient time/ in the past
একদা , অনেকদিন
আগে,অতীতে
:
অনেকদিন
আগে
,
অতীতে
ঘটেছে 
এমন
ঘটনা
/
কাজ
প্রকাশে

ধরনের
 linker
ব্যবহৃত হয়। যেমন
:Once upon a time there was a powerful king in Bangladesh.



Rule -52: Yet তার পরেও বিপরীতধর্মী বা বিপরীত ভাব প্রকাশক কোনো কাজ , ঘটনা বা বৈশিষ্ট্যপ্রকাশ করতে এই Linker ব্যবহৃত হয় যেমন :I hold him several times to complete the work, yet, he did not
do it .



Rule -53: As if /as though / as it
were
যেন : কারও কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলেতা এই Linker এর পরে ব্যবহার করা হয় যেমন :He talks as if /as though he were a great scholar.



Rule -54: To the last /till the end
/to a close
শেষ পর্যন্ত ,শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে, এমন কাজ বা ঘটনা লেখার শেষে Linker গুলো বসে ।যেমন :All the audience were present till the end.

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.