Sentence Connectors Rule Part -1
Sentence
Connectors Part -1
Sentence
Connectors ইংরেজী ব্যকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল শ্রেণীর পরীক্ষায় Sentence Connectors থেকে প্রশ্ন আসে। আপনারা যাতে সহজেই Sentence Connectors আয়ত্ব করতে পারেন ও পরীক্ষায় এ অংশ থেকে ভাল নাম্বার পেতে পারেন এজন্য আমরা এ অংশে Sentence Connectors ( Part-1) নিয়ে আলোচনা করেছি।
Sentence Connectors
Connect অর্থ যুক্তকরা | Connector অর্থ যুক্তকারী | Connectors বলতে ঐ শব্দ বা শব্দসমষ্টি কে বুঝায়, যেগুলো কোন কিছু সম্পর্কে লেখার সময় এর ধারণাকে ধারাবাহিকভাবে সংযুক্ত করে ভাষাকে সুসংহত করে । যেমন – I know the girl who has
come here .
Rule -1:And /as well as /along with /together with এ ধরনের linker গুলো noun /verb /adjective /adverb /preposition এর মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয় ।যেমন –Mamun together with Maruf came to my office
Rule-2: Not only ………..but also (শুধু নয় ….আরও ): দুটি বিষয় বস্তু , ঘটনা ইত্যাদির শুধু একটি নয়, অপরটিও হয় এমন বোঝাতে প্রথম টির আগে not only এবং পরেরটির আগে but also বসে । যেমন -Not only Tanny but also Tania is now going to America this
year.
Rule -3: Either …or (হয় ..অথবা) : দুটির /দুজনের মধ্যে হয় একটি / একজন অথবা অন্যটি /অন্যজনএ রকম বোঝাতে এ linker ব্যবহৃত হয় । যেমন : Either I or my friend will raise the flag.
Rule -4: Neither … nor (এটাও নয়
..ওটাও
নয়):
দুটিবিষয়ের
/বস্তুর
বা
দুই
ব্যক্তির
কেউই
নয়
/ কোনটিই
নয়
এমন
বোঝাতে
এই
linker ব্যবহৃত
হয়
।
যেমন
-Neither Rana nor his sister passed.
Rule-5: …Both …and … এবং উভয়েই / উভয়টিই দুটিবস্তু /বিষয় বা দুই ব্যক্তি /পক্ষের উভয়টি / উভয়কেই বোঝাতে এই linker ব্যবহৃত হয় । যেমনBoth my friend and cousin came on the occasion of my birthday.
Rule -6:Relative pronouns : who ,which ,that ,what ,whom , whose এই pronoun গুলো sub- ordinating
conjunction হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে । যেমন:The man who came here yesterday is my brother.
Rule-7: Including ,consisting of , comprising অন্তর্ভূক্তকরে অন্তর্ভূক্ত রয়েছে , এমন বিষয় বা বস্তুর আগে এই linker গুলো ব্যবহৃত হয় । যেমন :Both the schools comprising engineers and geologists do not
rule out the possibility of major earthquake .
Rule -8:As a result /for this /for this reason /that is why
/this is why /thus /as a consequence / consequently /there for /so /hence কারণে/ফলে
/ এভাবে/
তাই
দ্বারা
কোনো
কিছুর
কারণ
বোঝালে
সেই
কারণে
সংঘটিত
প্রভাবের
আগে
উপরোক্ত
linker গুলো
ব্যবহৃত
হয়
।
যেমন
:Bangladesh is small country so, she cannot house her large population.
Rule -9:In short / in brief /in a few words / in a word / in a nutshell
/in fine /in conclusion /to sum up / to summarize /on the whole (সংক্ষেপে /এককথায় বলতে গেলে) :পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই linker গুলো ব্যবহৃত হয় । যেমন :His whole family depends on him. He is the only earning member
of his family. In a word, he is the umbrella of his family.
Rule -10:In other words / in the other way অন্য কথায় অন্য ভাবে বলতে গেলে কোনো বক্তব্যকে একবার লিখে একইবক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই Linker গুলো ব্যবহৃত হয় । যেমন He is a politician. In other words , he is a man with heavy
power and pelf.
Rule -11: Moreover / besides /in addition /in a addition
to that / further more /in addition to / again তা
ছাড়া
/ অধিকন্তু
/আবার
আগের
বক্তব্যের
সঙ্গে
আরও
বক্তব্য
সংয্ক্তু
করতে
এই
Linkers গুলো
ব্যবহৃত
হয়
।
যেমন
:The man has a big flat. Besides this, he has a car .
Rule -12: At the same time / after that / subsequently /Then
/coincidentally একই সময়ে / যুগপতভাবে :একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই Linker গুলো ব্যবহৃত হয় । যেমন :Rahim was reading a book . At the same time ,Karim was writing
a letter to this mother .
Rule _13:At the end / at last /at length/ finally / lastly / at the
eleventh hour / eventually / last of all অবশেষে / সবশেষে ধারা বাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই Linkers গুলো ব্যবহৃত হয় যেমন :The old sailor prayed for seven days. At last, God took pity
on the old sailor.
Rule -14:Too / also /as well (আরও) : আরও কোনো কিছু ঘটতে পারে অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই Linker গুলো ব্যবহৃত হয় ।Z‡e also কে sentence এর শুরুতে , মাঝে এমনকি শেষে ও ব্যবহার করা যায়। যেমন :He needs a pen .He also needs a book .
Rule -15: At present /at the present time /presently /now a days (বর্তমানে / আজকাল ): বর্তমান সময়ে ঘটছে ,এমন বোঝাতে এই Linker গুলো ব্যবহৃত হয় । যেমন : At present, the condition of the farmers is not good at all.
No comments