Future continuous tense কাকে বলে উদাহরণ সহ গঠন প্রনালী






. Future
continuous tense:
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে verb-এর future continuous tense হয়অর্থাৎ Future Continuous Tense ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোন চলমান কাজকে বোঝায়


গঠন প্রণালি: Subject-এর পর person number অনুসারে shall be বা will be বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়


যেমন Example:


o    I will be writing the poem - আমি কবিতাটি লিখতে থাকবো


o    You will be doing the work - তুমি কাজটি করতে থাকবে


o    They will be going shopping - তারা কেনাকাটা করতে যেতে থাকবে


Structure of the sentence:


Positive sentence:


Subject+ will+ be+ simple form of verb+ ing + object.


Example:


o    We will be going to the fair -
আমরা মেলায় যেতে থাকবো


o    You will be going to the
office -
তুমি অফিসে যেতে থাকবে


o    He will be helping you - সে তোমাকে সাহায্য করতে থাকবে


Negative sentence:


Subject+ will not/ won’t + be+ simple form of verb+ ing + object.


Example:


o    We will not/ won’t be going to
the fair -
আমরা মেলায় যেতে থাকবো না


o    You will not/ won’t be going
to the office -
তুমি অফিসে যেতে থাকবে না


o    He will not/ won’t be helping
you -
সে তোমাকে সাহায্য করতে থাকবে না


Interrogative sentence:


Will+ Subject+ be+ simple form of verb+ ing+ object +note of
interrogation (?)


Example:


o    Will we be going to the fair?
-
আমরা কি মেলায় যেতে থাকবো?


o    Will you be going to the
office? -
তুমি কি অফিসে যেতে থাকবে?


o    Will he be helping you? - সে কি তোমাকে সাহায্য করতে থাকবে?


No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.