Article শেখা ও মনে রাখার সহজ উপায়


English grammar (Articles)






Articles is very important of English
Grammar. In this post I will describe about Articles (a, an & the) with
example & grammatical rule. Let’s have a look.

Articles


যে Word কোন ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝায় তাদেরকে
Article
বলে Article হলো Parts of speech এর একটি অংশ


A, an, এবং the কে
Article
বলে





ইংরেজিতে Article দুই প্রকার


Definite


 Indefinite


Definite article: The কে
Definite article
বলে কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝায়


Example


Dhaka is the capital of Bangladesh


I use the Mobile.





Indefinite article: A এবং An কে
Indefinite article
বলে অর্নিদিষ্ট
Noun (
ব্যক্তি, প্রাণী বস্তুকে) কে বোঝাতে A এবং An ব্যবহার হয়


যেমন:


He bought a smartphone.


I’m looking for an English book.





Uses of article (আর্টিক্যালের ব্যবহার)


A and An (Indefinite article) গুরুত্বপূর্ণ রুল


Rule-1


সাধারণত consonant থাকলে তার পূর্বে a এবং
vowel (a, e, i, o, u)
থাকলে তার পূর্বে an বসে


যেমনঃ an ant, an eagle, a horse, a bag, a
pen,


Rule-2


যদি শব্দের প্রথম অক্ষর h থাকে এবং h যদি উচ্চারিত হয় তবে তার পূর্বে a বসে এবং h উচ্চারিত না হলে তার পূর্বে an পূর্বে বসে


যেমনঃ a horse, a house, an honorable man, an
hour


Rule-3


কোন শব্দ vowel দিয়ে শুরু হলেও তা যদি ইউ (U)
এর মত উচ্চারিত হয় তারপূর্বে a বসে যেমনঃ a university, a European, a
useful product, a unit.





Rule-4


O দিয়ে যেসব শব্দ গঠিত তার পূর্বে an বসে ব্যতিক্রমঃ one যুক্ত শব্দের পূর্বে a বসে যেমন: a one-taka note, an open
field


Rule- 5


Abbreviation প্রথম অক্ষর
vowel
এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে


যেমনঃ


Mr. Robin is an M.B.B.S


He is an M.A


(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});


Rule- 6


এক জাতীয় সকল
singular common noun
এর পূর্বে indefinite article (a/an) বসে


যেমনঃ


A dog is a faithful animal.


A lion is always dangerous.





Rule- 7


সংখ্যাবাচক যেমন:
dozen, hundred, thousand, million
ইত্যাদি এর পূর্বে a বসে যেমন:


He earns a thousand dollar a month


At least a million of people attend the
conference.





Rule- 8


বিশেষ কিছু Idioms/Phrase এর পূর্বে
a/an
বসে


যেমন: In a hurry, in a fix





Rule- 9


Plural noun এর পূর্বে
few, little, lot of
ইত্যাদি থাকলে তার পূর্বে a বসে


যেমন:


He earns a lot of money by freelancing.





Uses of Definite article: The


Rule- 1


singular plural উভয়
Number
নির্দিষ্ট করে বুঝানোর ক্ষেত্রে এর পূর্বে The
বসে


যেমন:


The boys are playing.


The students of this University are good at
English


Rule- 2





বই, ধর্মগ্রন্থ, সংবাত্রপত্র, নদী, সাগর, মহাসাগর, পর্বতশ্রেণি, ইত্যাদি নামের পূর্বে The
বসে যেমন: The Holy Quran, “The
hundreds”(book), The Daily Start, The Amazan, the Himalayas, the Bay of Bengle
ইত্যাদি





Rule- 3


জাতি গোষ্ঠীর নামের পূর্বে the
বসে যেমন: The English, the Muslims,
the British, the rich.





Rule- 4


তারিখের নামের পূর্বে the
বসে যেমন: The 10th of December.





Rule- 5


Proper noun এর পূর্বে
Adjective
থাকলে উক্ত
Adjective
এর পূর্বে the
বসে যেমন: The great Omar was the
king of Half world.





Rule- 6


পদবী/উপাধি এর পূর্বে the
বসে


যেমন: The President, The Prime minister, the
Senator





Never use an article


যেসব ক্ষেত্রে আর্টিক্যাল ব্যবহার করা যায় না


Example:


Incorrect: The Allah is almighty.


Correct: Allah is almighty.





Incorrect: The India is a big country


Correct: India is a big country





Incorrect: I am fond of playing the
football.


Correct: I am fond of playing
football.





Incorrect: Tipu is learning the French.


Correct: Tipu is learning French.





Incorrect: He is good at the English.


Correct: He is good at English.


1 comment:

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.