Subject এবং Predicate কাকে বলে?



আলোচনারবিষয়
Subject & Predicate .



Subject Predicate:-


Sentence এর
দুটি অংশকে একত্রে
subject & predicate
বলে।

একটি sentence
দুটি অংশ থাকে।
প্রথম অংশকে subject
বলে। দি্বতীয় অংশকে
predicate
বলে।

Subject  ( উদ্দেশ্য ) : : যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে
Subject
বা কর্তা বলে


Predicate ( বিধেয় ): যা subject বা কর্তা সম্পর্কে
বলে বা করে
বা লিখে তাকে
Predicate
বলা হয়


1.    I eat rice.  [ I +
eat rice ]


2.    She goes to
school.  [She + goes to school ]


3.    They are playing.
[They + are playing. ]


4.    He reads a book 
[He + reads a book]


 উপরের চারটি Sentence যথাক্রমে I, She, They, He হল
Subject
এবং Sentence এর অবশিষ্ট অংশ হল Predicate.





  • I eat rice. এখানে I হল Subject এবং eat rice হল Predicate .

  • She goes to
    school.
    এখানে She হল Subject এবং goes to school হল Predicate.

  • They are playing.
    এখানে They হল Subject এবং are playing হল Predicate.

  •  He reads a
    book.
    এখানে He হল Subject এবং  reads a book হল Predicate.


No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.