Determiner কাকে বলে কত প্রকার ও কি কি?
The Determiner-Introduction
The Determiner
যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন noun এর আগে বসে কোন noun এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা সংখ্যা বা পরিমান বা মালিকানা প্রকাশ করে তাকে Determiner বলে।
যেমনঃ- He reads a book./
I have lost the pen. / Some
boys were making a noise in the class.
/ He will buy two shirts. /I
have a
few friends there.
উপরের উদাহরণগুলির মধ্যে pen, noise class, shirts friends এই গুলোর পূর্বে a, the, a, two, the, a few শব্দগুলি বসেছে। এই গুলিই Determiners.
মূলতঃ Determiners দুই ধরনের। যথাঃ-
a) Specific Determiner
b) General Determiner
a) Specific
Determiner:- কোন কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয়, সেগুলিকে Specific Determiner বলা হয়। যেমনঃ-
The boys
are playing in the field. -এখানে The শব্দটি Specific Determiner
b) General
Determiner:- কোন কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয় সেগুলিকে General Determiner বলা হয়। যেমনঃ- Some weak students
were reading in the class.
এখানে Some শব্দটি General Determiner.
Determiners হল ৫টি যথা:
(a) Articles: a,
an, the.
(b) Demonstrative
(ইঙ্গিত বাচক শব্দ): This, that, These, Those,
(c) Possessive (র/এর বাচক শব্দ): My, his, her, your, our, its, their.
(d) Numerals (সংখ্যাবাচক শব্দ): Two, three, four, five, etc.
(e) Quantifiers
(পরিমানবাচক শব্দ): Some, many, much, a lot, all, few, enough, either, neither, a
great deal of, a lot of, plenty of, several, a great number of.
Use of Some Important
Determiners
Rule-1: Both,
all, such, half, many, quite প্রভৃতি কোন Noun কে
Modify করলে সাধারনতঃ এদের পরে
Noun টির সাথে
article বসে। (both / all + the এবং অন্যগুলো +
a an) যেমনঃ
1.Incorrect: A half loaf is better than no
loaf .
Correct: Half a loaf is better than no loaf.
2.Incorrect: I want such thing.
Correct: I want such a thing.
3.Incorrect: The all world is a stage.
Correct: All the world is a stage.
Rule-2: many
a / an এর পরে
singular noun এবং singular verb বসে। যথাঃ
1.Incorrect: Many a men were listening to
him.
Correct: Many a man was listening to him.
2.Incorrect: Many an ants were rushing.
Correct: Many an ant was rushing.
Rule-3: তবে many / a great many / a good many এর পরে
Plural noun এবং Plural verb বসে। যথাঃ
Incorrect: We saw that a great many bird was
bathing there.
Correct: We saw that a great many birds were
bathing there.
Rule-4: Few,
a few, the few, very few এর পরে Plural countable noun বসে এবং
Little, a little, the little, very little এর পরে uncountable noun বসে। উল্লেখ্য যে, few এবং
little সবসময় Negative অর্থ দেয় অর্থাৎ ’নেই বা না বল্লেই চলে’ এমন ভাব প্রকাশ করে। যথাঃ
1.Incorrect:Few reference book may be checked
out.
Correct: Few reference books may be checked
out.
2.Incorrect: Give the cat a little fishes.
Correct: Give the cat a little fish.
Note: Little,
a little / few, a few এর উপর ব্যবহারের দক্ষতা অর্জন করার জন্য একটি গল্প মনে রাখা যেতে পারে: একদা দুইজন লোক ছিল। তাদের প্রত্যেকেরই অর্ধ কাপ করে সূখ ( অর্ধেক সুখ) ছিল। একজন বললঃ How sad! I have little happiness. অন্যজন বললঃ
How wonderful! I have a little happiness. এবার লক্ষ্য করলে দেখবো Little, a little অথবা few, a few এর ব্যবহার হলো দৃষ্টিভঙ্গির ব্যপার। Negative মনোভাব প্রকাশের জন্য
little / few এবং
Positive মনোভাব প্রকাশের জন্য a
little / a few বসে।
Rule-5:
few / little এর সাথে only থাকলে অবশ্যই Only a few / only a little বসে। যথাঃ
1.Incorrect: Only few students are lazy.
Correct: only a few students are lazy.
2.Incorrect: We will need only little food.
Correct: We will need only a little food.
3.Incorrect: Only few crop can be grown on
arid land.
Correct: only a few crops can be grown on
arid land. [crop- শস্য,
Crops- গাছগাছালি, শস্যাদি ]
Rule-6: Any
শব্দটি negative এবং
Interrogative উভয় ধরনের বাক্যে ব্যবহার করা যায় কিন্তু Some শব্দটি
Affirmative বাক্যে বসে। যথাঃ
1. Incorrect: She did not give me some books.
Correct: She did not give me any books.
2.Incorrect: He has any new books.
Correct: He has some new books.
[তবে যে সকল প্রশ্নবোধক বাক্যের জবাব affirmative আশা করা হয়, তদের ক্ষেত্রে
some বসে। যথাঃ
Will you bring me some water?]
Rule-7: Another
(an + other) এর পরে
singular noun, other এর পরে plural noun বসে। তবে any other এর পরে
Singular / plural noun উভয়ই বসতে পারে। যথাঃ
1. Incorrect: Give me another mangoes.
Correct: Give me another mango.
2. Incorrect: He went to Khulna, Dhaka and
other place.
Correct: He went to Khulna, Dhaka and other
places.
Rule-8: Enough
শব্দটি দ্বারা যদি Noun কে বিশেষিত করা হয় তাহলে তার পুর্বে এবং যদি
Adjective / Adverb কে বিশেষিত করে তার পরে বসে। উল্লেখ্য যে, কিছু কিছু Grammarian যদিও মত দেন যে, enough শব্দটি
Noun এর ক্ষেত্রে পূর্বে এবং পরে উভয় স্থানে বসে- তা অধিক গ্রহণযোগ্য নয়। যথাঃ 1. It is not cold enough to wear a heavy
jacket.
2. She speaks Spanish well enough to be an
interpreter.
3. Do you have enough sugar for the cake?
Another important point
about using determiner
Determiner এর সঠিক ব্যবহার রপ্ত করার জন্য uncountable Noun বা অগননাযোগ্য বিশেষ্যগুলি চেনা আবশ্যক।
The following kinds of nouns are
uncountable:-
1. Food: bread,
meat, butter etc
2. Material: wood,
iron, glass etc
3. Substance with small
parts: rice, sand, sugar etc
4. Things of different
size: clothing, furniture, luggage etc
5. Abstract concept: beauty,
peace, ignorance etc.
6. Unit object: food,
money, soap, paper etc
7. Disease: measles,
mumps (পনশিকা), cholera etc
8. Subject area: economics,
physics, mathematics etc
9. Fluids: water,
milk, oil etc
10. Gases: air,
smoke, oxygen etc
11. Games: football,
cricket, tennis etc
12. Other intangibles (অন্যান্য অদৃশ্য বিষয়): Advice, information, knowledge etc
13. Verbal nouns: camping,
cooking, jumping etc
ব্যবহার:
উপরের
Noun গুলি কখনো a
/ an এর সাথে ব্যবহার করা যাবে না। তবে Noun গুলি যদি bit of / piece of / slice of এর পরে বসে, তাহলে a
/ an গ্রহণ করবে। যেমনঃ
Example in sentence: Incorrect:
Do you have an information about it?
Correct: Do you have information about it?
Or, Do you have any information about it?
কিছু সমার্থবোধক Noun আছে, যার একটি
countable এবং অন্যটি
uncountable যেমনঃ
The Determiner
যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোন noun এর আগে বসে কোন noun এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বা সংখ্যা বা পরিমান বা মালিকানা প্রকাশ করে তাকে Determiner বলে।
যেমনঃ- He reads a book./
I have lost the pen. / Some
boys were making a noise in the class.
/ He will buy two shirts. /I
have a
few friends there.
উপরের উদাহরণগুলির মধ্যে pen, noise class, shirts friends এই গুলোর পূর্বে a, the, a, two, the, a few শব্দগুলি বসেছে। এই গুলিই Determiners.
মূলতঃ Determiners দুই ধরনের। যথাঃ-
a) Specific Determiner
b) General Determiner
a) Specific
Determiner:- কোন কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয়, সেগুলিকে Specific Determiner বলা হয়। যেমনঃ-
The boys
are playing in the field. -এখানে The শব্দটি Specific Determiner
b) General
Determiner:- কোন কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয় সেগুলিকে General Determiner বলা হয়। যেমনঃ- Some weak students
were reading in the class.
এখানে Some শব্দটি General Determiner.
Determiners হল ৫টি যথা:
(a) Articles: a,
an, the.
(b) Demonstrative
(ইঙ্গিত বাচক শব্দ): This, that, These, Those,
(c) Possessive (র/এর বাচক শব্দ): My, his, her, your, our, its, their.
(d) Numerals (সংখ্যাবাচক শব্দ): Two, three, four, five, etc.
(e) Quantifiers
(পরিমানবাচক শব্দ): Some, many, much, a lot, all, few, enough, either, neither, a
great deal of, a lot of, plenty of, several, a great number of.
Use of Some Important
Determiners
Rule-1: Both,
all, such, half, many, quite প্রভৃতি কোন Noun কে
Modify করলে সাধারনতঃ এদের পরে
Noun টির সাথে
article বসে। (both / all + the এবং অন্যগুলো +
a an) যেমনঃ
1.Incorrect: A half loaf is better than no
loaf .
Correct: Half a loaf is better than no loaf.
2.Incorrect: I want such thing.
Correct: I want such a thing.
3.Incorrect: The all world is a stage.
Correct: All the world is a stage.
Rule-2: many
a / an এর পরে
singular noun এবং singular verb বসে। যথাঃ
1.Incorrect: Many a men were listening to
him.
Correct: Many a man was listening to him.
2.Incorrect: Many an ants were rushing.
Correct: Many an ant was rushing.
Rule-3: তবে many / a great many / a good many এর পরে
Plural noun এবং Plural verb বসে। যথাঃ
Incorrect: We saw that a great many bird was
bathing there.
Correct: We saw that a great many birds were
bathing there.
Rule-4: Few,
a few, the few, very few এর পরে Plural countable noun বসে এবং
Little, a little, the little, very little এর পরে uncountable noun বসে। উল্লেখ্য যে, few এবং
little সবসময় Negative অর্থ দেয় অর্থাৎ ’নেই বা না বল্লেই চলে’ এমন ভাব প্রকাশ করে। যথাঃ
1.Incorrect:Few reference book may be checked
out.
Correct: Few reference books may be checked
out.
2.Incorrect: Give the cat a little fishes.
Correct: Give the cat a little fish.
Note: Little,
a little / few, a few এর উপর ব্যবহারের দক্ষতা অর্জন করার জন্য একটি গল্প মনে রাখা যেতে পারে: একদা দুইজন লোক ছিল। তাদের প্রত্যেকেরই অর্ধ কাপ করে সূখ ( অর্ধেক সুখ) ছিল। একজন বললঃ How sad! I have little happiness. অন্যজন বললঃ
How wonderful! I have a little happiness. এবার লক্ষ্য করলে দেখবো Little, a little অথবা few, a few এর ব্যবহার হলো দৃষ্টিভঙ্গির ব্যপার। Negative মনোভাব প্রকাশের জন্য
little / few এবং
Positive মনোভাব প্রকাশের জন্য a
little / a few বসে।
Rule-5:
few / little এর সাথে only থাকলে অবশ্যই Only a few / only a little বসে। যথাঃ
1.Incorrect: Only few students are lazy.
Correct: only a few students are lazy.
2.Incorrect: We will need only little food.
Correct: We will need only a little food.
3.Incorrect: Only few crop can be grown on
arid land.
Correct: only a few crops can be grown on
arid land. [crop- শস্য,
Crops- গাছগাছালি, শস্যাদি ]
Rule-6: Any
শব্দটি negative এবং
Interrogative উভয় ধরনের বাক্যে ব্যবহার করা যায় কিন্তু Some শব্দটি
Affirmative বাক্যে বসে। যথাঃ
1. Incorrect: She did not give me some books.
Correct: She did not give me any books.
2.Incorrect: He has any new books.
Correct: He has some new books.
[তবে যে সকল প্রশ্নবোধক বাক্যের জবাব affirmative আশা করা হয়, তদের ক্ষেত্রে
some বসে। যথাঃ
Will you bring me some water?]
Rule-7: Another
(an + other) এর পরে
singular noun, other এর পরে plural noun বসে। তবে any other এর পরে
Singular / plural noun উভয়ই বসতে পারে। যথাঃ
1. Incorrect: Give me another mangoes.
Correct: Give me another mango.
2. Incorrect: He went to Khulna, Dhaka and
other place.
Correct: He went to Khulna, Dhaka and other
places.
Rule-8: Enough
শব্দটি দ্বারা যদি Noun কে বিশেষিত করা হয় তাহলে তার পুর্বে এবং যদি
Adjective / Adverb কে বিশেষিত করে তার পরে বসে। উল্লেখ্য যে, কিছু কিছু Grammarian যদিও মত দেন যে, enough শব্দটি
Noun এর ক্ষেত্রে পূর্বে এবং পরে উভয় স্থানে বসে- তা অধিক গ্রহণযোগ্য নয়। যথাঃ 1. It is not cold enough to wear a heavy
jacket.
2. She speaks Spanish well enough to be an
interpreter.
3. Do you have enough sugar for the cake?
Another important point
about using determiner
Determiner এর সঠিক ব্যবহার রপ্ত করার জন্য uncountable Noun বা অগননাযোগ্য বিশেষ্যগুলি চেনা আবশ্যক।
The following kinds of nouns are
uncountable:-
1. Food: bread,
meat, butter etc
2. Material: wood,
iron, glass etc
3. Substance with small
parts: rice, sand, sugar etc
4. Things of different
size: clothing, furniture, luggage etc
5. Abstract concept: beauty,
peace, ignorance etc.
6. Unit object: food,
money, soap, paper etc
7. Disease: measles,
mumps (পনশিকা), cholera etc
8. Subject area: economics,
physics, mathematics etc
9. Fluids: water,
milk, oil etc
10. Gases: air,
smoke, oxygen etc
11. Games: football,
cricket, tennis etc
12. Other intangibles (অন্যান্য অদৃশ্য বিষয়): Advice, information, knowledge etc
13. Verbal nouns: camping,
cooking, jumping etc
ব্যবহার:
উপরের
Noun গুলি কখনো a
/ an এর সাথে ব্যবহার করা যাবে না। তবে Noun গুলি যদি bit of / piece of / slice of এর পরে বসে, তাহলে a
/ an গ্রহণ করবে। যেমনঃ
a bit / piece of news | a grain (কনা) of sand | a cake / bar of soap | a clap (প্রচন্ড শব্দ)of thunder |
a drop of oil | a piece of advice | a gust (দমকা) of wind | a bolt (বজ্র) of lightning |
a sheet of paper | a pane (শার্সি) of glass | a loaf / slice of bread | an ear (শিস) of corn |
Example in sentence: Incorrect:
Do you have an information about it?
Correct: Do you have information about it?
Or, Do you have any information about it?
কিছু সমার্থবোধক Noun আছে, যার একটি
countable এবং অন্যটি
uncountable যেমনঃ
Countable Noun | Uncountable | Countable Noun | Uncountable |
a climate / climates a laugh / laughs a human being / human beings a job / jobs a sunbeam / sunbeams | weather laughter humanity work sunlight; sunshine | a machine / machines a man / men a person / persons a snowflake / snowflakes a traffic jam / traffic jams | machinery mankind; man people snow traffic |
Tnk you....
ReplyDeleteTnk you
ReplyDeleteআপনাকে অনেক ধন্যবাদ
ReplyDeleteTanks
ReplyDeleteThank you
ReplyDelete