Optative Sentence কাকে বলে?
বা Optative Sentence বলতে কি বুঝায় ?
Optative
Sentence (প্রার্থনা সূচক বাক্য): যে Sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ
করে
তাকে
Optative Sentence বা প্রার্থনাসূচক বাক্য বলে ।
যেমন:
1. আল্লহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.
2. বাংলাদেশ দীর্ঘজিবী হউক - live long Bangladesh.
3. আল্লাহ
তোমাকে
সাহায্য
করুক - May Allah help you
Optative Sentence
An Optative Sentence expresses desire, prayer, wish, etc.
A simple pattern can help you more. That is (MAY + ASSERTIVE),
but at the same time you should keep in mind that an Optative sentence can be
formed without “MAY”.
বেশিরভাগ optative sentence এই may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।
Example:
o May Allah help you
to overcome all the obstacles.
o May you be happy in
your future life.
o Live long our
president.
সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentence হয়। তাই,
এটা
সবসময়
বাধ্যতামূলক নয় যে Optative sentence এর শুরুতে
May থাকতেই
হবে।
No comments