What Is the Present Tense? (with Examples)

Present tense (বর্তমান কাল):Present tense কাকে বলে কত প্রকার কি কি উদাহরন সহ লিখ?
Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে যেমন: I go to school, He writes a letter,
প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায় যথা:
) Indefinite (অনির্দিষ্ট) ) Continuous (চলতি অবস্থা)
) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা)
) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা)
Present Indefinite Tense:
 Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth.
Present simple কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগতসত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়বর্তমানে বার বারঘটে এরূপ কাজ প্রকাশকরতে Present simple হয়
বাংলায় চিনার উপায়:
বাংলায় ক্রিয়ার শেষে , , , , , এন, এস, আন, আয় ইত্যাদি থাকে
Structure:
Subject + Main Verb + Object.
Example:- আমি ভাত খাই– I eat rice.
-
আমি স্কুলে যাই – I go to school.
-
সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
-
তুমি বই পড়– You read a book.
-
সে প্রতিদিন রাত দশটায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
-
সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.
আমি হই। – I am.
তুমি/তোমরা হও। –  You are.
সে হয় H– e/She is.
তিনি হন – He/She is .
তারা হয়T– hey are.
মানুষ মরনশীল –  Man is mortal.
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। –   Honesty is the best policy.
 বাংলা ক্রিয়াপদটি  নই,নও,নয়,নন  হলে  structure:Sub+am/is/are+not হয়
আমি নই –  Iam not.
তুমি/তোমরা  নও। –  You are not.
সে নয়  – He/She is not.
তিনি নন H– e/She is not.
তারা নয়-They are not.
 বাংলা ক্রিয়াপদটি আছে হলে  structure:Sub+have/has হয়
আমার আছে। –  I have.
তোমার/তোমাদের আছে – You have.
তার আছে। –  He/She has.
তাদের আছে -They have.

বাংলা ক্রিয়াপদটি  নাই (থাকা verb)  হলে  structure: Sub+have no/has no  বা Sub+do not/ does not+ have  হয়
আমার নাই – I have no বা  I do not have.
তোমার/তোমাদের  নাই। –  You have no বা  You do not have.
তার নাই – He/She has no বা  He/She does not have.
তাদের নাই। – They have no বা  They do not have.

বাংলা ক্রিয়াপদের শেষে (করি),(কর),,(করে),আয়(যায়),এন(করেন) থাকলে structure: Sub+present form(present simple active voice) হয়
আমি ফুটবল খেলি। – I play footbal.
সে ফুটবল খেলে। –  He/She plays football.
তুমি/তোমরা ফুটবল খেল। –  You play football.
তিনি চিঠি লিখেন। –  He/She writes a letter.
তারা সাতার কাটে। –  They swim.
সূর্য পূর্বদিকে উদিত হয় এবংপশ্চিমে অসত্ম যায়। –  The sun rises in the east and sets in the west.
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে – The earth moves round the sun.
লোকেরা বিশ্ব ব্যপিয়া ইংরেজিতে কথা বলে।–  People speak English all over the world.
সে একজন ধুমপায়ী সে প্রতিদিন ধুমপান করে – He is a smoker.He smokes everyday.
সে একজন ছাত্র সে প্রতিদিন বিদ্যালয়ে যায় – He is a student.He goes to school everyday.
সে প্রায়ই এখানে আসে। –  He often come here.

বাংলা ক্রিয়াপদের শেষে না(করি না),না(কর না) , না,না(করে না),আয় না(যায়না),এন না(করেন নাথাকলেstructure: Sub+do/does+not+present form(present simple active voice)  হয়
আমি ধুমপান করি না।–  I do not smoke.
সে যায় না – He/She does not go.
তুমি/তোমরা  পড় না। –  You do not read.
তিনি লিখেন না। –  He/She does not write.
তারা খেলে না-They do not play.
সে একজন ভাল ছাত্রসে তার সময়অপচয় করে না – He is a good boy.He does not waste his time.
বালকগুলো দুষ্ট তারাবিদ্যালয়ে যায় না –  The boys are naughty.They do not go to school.

বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়,করা যায়,লিখিত/লিখা হয় এরূপ  থাকলে structure: Sub+am/is/are+ p.p.(present simple passive voice) হয়
ভাত খাওয়া হয়। –  Rice is eaten.
বইগুলি পঠিত হয় –  The books are read.
বিশ্বজুড়ে ইংরেজি বলা হয়।–  English is spoken all over the world.
বিশ্ব জুড়ে চা পানকরা হয় – Tea is drunk all over the world.

Present continuous এই মুহূতেৃ বা বর্তমানেকথা বলার সময় কোনকাজ হচ্ছে বা ঘটছেবা পরিবর্তনশীল পরিস্থিতি বুঝালে Present continuous হয়

বাংলা ক্রিয়াপটি করছি,করছ,করছে,করছেনএরূপ হলে structure: Sub+am/is/are+-ing (present continuous active voice)  হয়
আমি খেলছি। –   I am playing.
সে লিখছে। –   He/She is writing.
তিনি পড়ছেন –  He/She is reading.
তারা খেলছে – They are playing.
এখন আমি একটিবই পড়ছি – Now I am reading  a book.
এমুহূর্তে সে বাগানেকাজ করছে – At this moment he is working in the garden.
এবছর তারা ভাল খেলছে – This year they are playing better.
আবহাওয়া পরিবর্তিত হচ্ছে – The weather is changing.

বাংলা ক্রিয়াপদের শেষে করা হচ্ছে,করা যাচে্ছ,লিখা/লিখিত হচ্ছে এরূপ  থাকলে structure: Sub+a/is/are+being+p.p.(present continuous passive voice)  হয়
আমগুলি খাওয়া হচ্ছে –  The mangoes are being eaten.
চিঠিটি লিখিত/লিখা হচ্ছে  –  The letter is being written.
এমুহূর্তে আমগুলো কুড়ানো হচ্ছে – At this moment the mangoes are being picked.

Present perfect: নিকট অতীতের পরিসমাপ্ত কাজ, কোনকাজ ঘটে গেছেকিন্তু তার ফলএখনও বর্তমান আছে এরূপবুঝালে Present perfect হয়

বাংলা ক্রিয়াপদের শেষে এছি(করেছি),এছ(করেছ),এছে(করেছে),এছেন(করেছেন) থাকলে structure: Sub+have/has+p.p.(present perfect active voice) হয়
আমি বইটি পড়েছি –  I have read the book.
সে এটি করেছে।–  He/She has done it.
তারা বাগানটি তৈরী করেছে। –  They have made the garden.
কাজটি সমাপ্ত সেএটি সমাপ্ত করেছে – The work is completed.He has completed it.
আমার শার্টটি পরিস্কার আমিএটি ধৌত করেছি – My shirt is clean.I have washed it.

বাংলা ক্রিয়াপদের শেষে করা হয়েছে,করা গিয়েছে,লিখা/লিখিত হয়েছে এরূপ  থাকলে structure: Sub+ have/has+been+p.p.(present perfect passive voice)  হয়
চিঠিটি লিখিত/লিখা হয়েছে –  The letter has been written.
আমগুলো কুড়ানো হয়েছে –  The mangoes have been picked up.
আমার শার্টটি পরিস্কার এটিকেধৌত করা হয়েছে।–  My shirt is clean.It has been washed.

Present perfect continuous: কোন কাজঅতীতে আরম্ভ হয়ে এখনওচলছে বা ঘটছেবুঝালে Present perfect continuous হয়

Present perfect continuous active voice:Sub+have/has+been+-ing.
আমি ঘণ্টাযাবৎ বইটি পড়ছি –  I have been reading the book for two hours.
সকাল থেকে বৃষ্টি পড়ছে –  It has been raining since morning.


No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.