Voice কাকে বলে কত প্রকার ও কি কি?




Voice কাকে বলে কত প্রকার  কি কি?






Voice is the form of the verb which indicates whether the subject does the work or something has been done to it.


ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে



অথবা


Voice হলো verb এর গঠন যার দ্বারা subject নিজে কিছু করে বা অন্যের কাজ তার ওপর এসে পড়ে





Types of voice:


There are two types of voice:


·         Active voice.


·         Passive voice.





Active voice:


যে sentence subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence verb এর Active voice হয়


Structure: 
Subject + verb + object.


Example: I do the work.





Passive voice:


যে sentence subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence verb এর passive voice হয়


Structure:
Object + be verb + verb
এর past participle+ by+ subject.


Example: The work is done by me.










No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.