The Possessive Case বা Genitive Case ( সম্বন্ধ পদ ) কাকে বলে উদাহরণ সহ লিখ
The Possessive Case or
Genitive Case ( সম্বন্ধ পদ ) : Sentence এ অবস্থিত কোন Noun বা Pronoun এর সাথে অন্য কোন Noun বা
Pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে
Possessive Case বলে ।
যে case অধিকার বোঝাতে ব্যবহৃত হয় তাকে possessive case বা genitive case বলে।
যেমন :-
- Tania's
pen is red - তানিয়ার কলমটি লাল । - This is Rony's bag - এই হয় রনির ব্যাগ ।
- Rina's book is new - রিনার বইটি নতুন ।
- Tina's sharee is nice - তিনার শাড়ীটি সুন্দর ।
The case which is used to
show possession is called the possessive
case or genitive case.
In case of nouns, an apostrophe is used to show it.
Example:
o This is Afrin’s book.
o This is her book.
No comments