The Objective Case or Accusative Case or Dative Case কাকে বলে উদাহরণ সহ লিখ
Objective Case ( কর্মকারক ) :
যদি কোন Noun
বা Pronoun কোন transitive Verb অথবা Preposition এর
Object হয় তখন তাকে Objective Case বলে ।
Noun বা pronoun যা একটি verb-এর direct বা indirect object অথবা একটি preposition-এর object তাকে objective বা accusative বা dative case বলে।
যেমন :-
- Fateha reads Arabic - ফাতেহা আরবী পড়ে ।
- They play football - তাহারা ফুটবল খেলে ।
- Ritu drinks milk - রিতু দুধ পান করে ।
- I know him - আমি তাহাকে চিনি ।
The Objective Case or Accusative Case or Dative Case
verb or the object of a preposition is called the objective or accusative or
dative case.
Example:
o I met Sam.
o I met him.
No comments