Number

Number(বচন): Number কাকে বলে কত প্রকার ও কি কি? 

Singular number কে Plural Number এ পরিবর্তন করার নিয়ম লিখ?

Number বলতে সাধারন অর্থে সংখ্যাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে

Types of Number:
Number সাধারনত দুই প্রকার। যথা
·         Singular number
·         Plural number

Singular Number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর একক মাত্রাকে বোঝায় তাকে Singular number বা একবচন বলে
Example:- Book, Brother, Cow, Tree etc.

Plural number:
যা দ্বারা কোন গননাবাচক noun বা pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বোঝায় তাকে Plural number বা বহুবচন বলে
Example:- Books, Brothers, Cows, Trees etc.

Singular number কে Plural Number পরিবর্তন করার নিয়ম-
Rule 1:
সাধারনত Singular Noun এর শেষে ‘s’ যোগ করে Plural করতে হয় -
Singular
Plural
Cow 
cows
Boy
Boys
Girl
Girls
Cat
Cats
House
Houses
Hand
Hands
Eye
Eyes
Tiger
Tigers
Desk
Desks

Rule 2:
Singular Noun
এর শেষে s, ss, sh, x, বা z থাকলে এবং শেষের ch এর উচ্চারণ  এর মত হলে সব Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়
Singular
Plural
Bus
Buses
Class
Classes
Brush
Brushes
Bush
Bushes
Box
Boxes
Brunch
Brunches
Inch
Inches
Watch
Watches
Match
matches

ব্যতিক্রম 
Singular Noun
এর  শেষের ‘ch’ এর উচ্চারণ  এর মত না হয়ে  এর মত হলে ‘es’ যোগ না হয়ে শুধু ‘s’ যোগ হয়ে Plural হবে। যেমন
Singular
Plural
Stomach
Stomachs
Patriarch
Patriarchs
Monarch
Monarchs



Rule 3:
Singular Noun
এর শেষ বর্ণটি ‘o’ হলে এবং তার পূর্বের বর্ণটি consonant হলে noun এর শেষে ‘es’ যোগ করে plural করতে হয়।যেমন
Singular
Plural
Mango
Mangoes
Potato
Potatoes
Hero
Heroes
Negro
Negroes
Cargo
Cargoes
Volcano
Volcanoes
Buffalo
Buffaloes

 ব্যতিক্রম 
কিন্তু কিছু noun এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে ‘s’ যোগ করে plural করতে হয়
Singular
Plural
Photo
Photos
Solo
Solos
Piano
Pianos
Canto
Cantos

Singular number কে Plural Number পরিবর্তন করার নিয়ম-
Rule 4: 
Singular Noun
এর শেষে ‘o’ এবং ‘o’ এর পূর্বে vowel থাকলে শুধু ‘s’ যোগ করে plural করতে হয়
Singular
Plural
Radio
Radios
Cuckoo
Cuckoos
Stereo
Stereos
Bamboo
Bamboos
Studio
Studios

Rule 5: 
Singular Noun
এর শেষের বর্ণ ‘y’ এবং ‘y’ এর পূর্বে consonant থাকলে ‘y’ এর পরিবর্তে ies যুক্ত করে plural করতে হয়
Singular
Plural
City
Cities
Baby
Babies
Army
Armies
Body
Bodies
Hobby
Hobbies
Lady
Ladies

 ব্যতিক্রম
কিন্তু y এর পূর্বে vowel হলে সেক্ষেত্রে singular noun এর শেষে শুধু s যোগ করে plural করতে হয়
Singular
Plural
Key
Keys
Donkey
Donkeys
Monkey
Monkeys
Boy
Boys
Toy
Toys
Day
Days

Rule 6:
f, fe, ef
যুক্ত singular noun এর শেষে f, fe, ef উঠিয়ে ves বসিয়ে plural করতে হয়
Singular
Plural
Calf
Calves
Leaf
Leaves
Wife
Wives
Thief
Thieves
Life
Lives

ব্যতিক্রম
শেষে ief, oof, ff, rf, if, eef, ife, fe, রয়েছে ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু s যোগ করে plural করতে হয়
Singular
Plural
Roof
Roofs
Hoof
Hoofs
Safe
Safes
Dwarf
Dwarfs
Cliff
Cliffs
Reef
Reefs
Belief
Beliefs

Rule 7: 
কতগুলো singular noun এর মাঝের এক বা একাধিক vowel বা consonant পরিবর্তন করে plural করতে হয়
Singular
Plural
Man
Men
Woman
Women
Mouse
Mice
Foot
Feet
Tooth
Teeth

Rule 8:
কতগুলো noun এর শেষে en, ren বা ne যোগ করে plural করতে হয়
Singular
Plural
Ox
Oxen
Brother
Brethren
Child
Children

Rule 9: 
Compound noun
গুলোর মূল noun টির শেষে s যোগ করে কিংবা মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়
Singular
Plural
Brother-in-law
Brothers-in-law
Son-in-law
Sons-in-law
Washer-man
Washer-men
Passer-by
Passers-by
Step-son
Step-sons
Maid-servant
Maid-servants

Rule 10:
Hyphen(-)
বিহীন compound noun গুলোকে s যোগে plural করতে হয়
Singular
Plural
Handful
Handfuls
Bookcase
Bookcases
Spoonful
Spoonfuls
Armchair
Armchairs


Singular number কে Plural Number পরিবর্তন করার নিয়ম-
Rule 11: 
কতগুলো compound noun গুলোকে s যোগে plural করতে হয়
Singular
Plural
Man-servant
Men-servants
Lord-justice
Lords-justices
Woman-servant
Women-servants
Knight-templar
Knights-templars

Rule 12:
কতগুলো compound noun এর শেষের noun টির সাথে s যোগ করে plural করতে হয়
Singular
Plural
Bookcase
Bookcases
Inspector-general
Inspector-generals
Showcase
Showcases
Armchair
Armchairs

Rule 13: 
কিছু noun এর singular plural একই হয়ে থাকে
Singular
Plural
Sheep
Sheep
Pair
Pair
Swine
Swine
Deer
Deer
Dozen
Dozen
Gross
Gross

Rule 14:
কিছু collective noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – poultry, people, cattle, gentry, public, vermin, majority, mankind.

Rule 15: 
কিছু common noun এর গঠন singular এর মত হলেও এগুলো plural হিসেবে ব্যবহৃত হয়।
যেমন – the rich, the poor, the virtuous, the pious.
- The rich are not always happy. ( Rich is not
হয়নি)
- The virtuous are blessed.

Rule 16:
কিছু noun plural এর মত হলেও এগুলো মূলত singular হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে verb এর singular form ব্যবহার হয়।
যেমন – physics, mathematics, politics, economics, wages, athletics, news, optics, statistics.
- Mathematics is hard subject to me.
- This news is is important.

Rule 17:
কিছু noun সর্বদা singular হিসেবে ব্যবহৃত হয়।
যেমন –
Furniture, alphabet, brick, business, hair, information, scenery, machinery, beard, issue, poetry, progress, money, abuse, expenditure, baggage.
- Her hair is very black.
- Money is not a matter.

Rule 18:
কিছু noun সর্বদা plural হিসেবে ব্যবহৃত হয়। এদের কোন singular হয় না।
যেমন-
রোগের নাম – Measels(হাম), Mumps(গাল-গলা ফুলা)
খেলার নাম – Billiards, Draughts.
পোশাকের নাম- trousers, drawers(দুপাবিশিষ্ট পোশাক)
একই রূপ বিশিষ্ট/ জোড়া – spectacles, scissors.

Rule 19:
বর্ণ, সংখ্যা বা প্রতীককে plural করতে এপস্ত্রফি ( ’ ) ব্যবহার করতে হয়।
- There are five M.A’s in our village.
- Add four 3’s and five 2’s.

Rule 20:
কিছু noun রয়েছে যাদের singular plural ভিন্ন অর্থ প্রকাশ করে
Singular
Plural
Advice (উপদেস
Advices (সংবাধ)
Wood (কাঠ)
Woods (বন)
Physic (ওষুধ)
Physics (পদার্থ বিদ্যা)
Good (ভাল)
Goods (মালপত্র)
Force (শক্তি)
Forces (সৈন্যবাহিনী)
Sand (বালি)
Sands (মরুভূমি

Rule 21:
বিভিন্ন প্রকার pronoun এর singular form-
### Subjective form of pronouns-
Singular
Plural
I
We
He/ she
They
This
These
You
You
It
It
That
That

### Possessive form of pronouns
Singular
Plural
My
Our
His/her
Their
Its
Their
Mine
Mine
Your
Your

### Objective form of pronouns-
Singular
Plural
Me
Us
Him/her
Them
You
You


Rule 22:
Material noun
গুলোর সাধারণত plural হয় না। যেমন- water, sugar, iron, cooper, oil, silver, wood.

Rule 23:
Abstract noun
এর plural form হয় নাযেমন- kindness, hope, charity, love, honesty.

Rule 24:
বিদেশী ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের plural form-
Singular
Plural
Agendum
Agenda
Axis
Axes
Analysis
Analyses
Basis
Bases
Curriculum
Curricula
Crisis
Crises
Focus
Focuses
Formula 
Formulas
Medium
Media
Radius
Radii
Oasis
Oases
Genus
Genera
Forum
Forums

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.