Definition:Optative Sentence

Optative Sentence কাকে বলে উদাহরণ সহ লিখ 


Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য): যে Sentence দ্বারা কোন ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয়, তাকে Optative Sentence বলে।
অর্থাৎ, যে সকল কাজ মানুষের করার ক্ষমতার বাইরে, সে সকল কাজ কাউকে করতে বলা যায় না। সে ক্ষেত্রে আমরা কেবল ইচ্ছা প্রকাশ করতে পারি বা প্রার্থনা করতে পারি। ধরনের Sentence Optative Sentence.
তুমি দীর্ঘজীবী হও – May you live long.
সাধারনত: Optative Sentence এর শুরুতে ‘May’ modal বসে। May বাদ দিলে Sentence টি Assertive form চলে যায়।
প্রত্যেকটি Sentence কে আবার দুভাগে ভাগ করা যায়:
              i) Affirmative (হ্যাঁ সূচক বাক্য) এবং
              ii) Negative (না বোধক বাক্য)
কোন বাক্যেনাবোধক কোন শব্দ বা word থাকলেই উহা Negative Sentence এবংনাবোধক কোন শব্দ না থাকলেই উহা Affirmative ‍Sentence.
সে বই পড়ে - He reads the book. - Affirmative Assertive.
সে বই পড়ে – He does not read the book. - Negative.
সে কি বইটি পড়ে? - Does he read the book? - Affirmative Interrogative.
সে কি বইটি পড়েনা? - Dose he not read the book ? - Negative Interrogative.
দরজাটি বন্ধ কর – Shut the door. – Affirmative Imperative.
দরজাটি বন্ধ কর না - Do not shut the door. – Negative Imperative.
যে কোন Sentence কে Negative করতে হলে auxiliary Verb এর পরে ‘no’ বা ‘not’ বসাতে হয়। যদি auxiliary Verb না থাকে (Present or Past Indefinite Tense ) তবে do বা did এনে তারপরে not বসাতে হয় অথবা অন্য Negative Word (যেমন- Negative Adjective বা Adverb) দ্বারা Negative করা যায়। যেমনঃ I do not go. No man is Perfect ইত্যাদি।
লক্ষ্য করোঃ He is a good man. - Affirmative. - যদিও দুটির অর্থ একই।
He is not a bad man. – Negative.       
I never go there. - Auxiliary Verb ছাড়াই negative word ব্যবহার করে negative sentence করা হয়েছে।
মনে রাখবে:
‘no’ শব্দটি Adjective এবং
‘Not’ শব্দটি Adverb.

 

Optative Sentence:

Some grammarians recognize a fifth sentence type, the Optative Sentence. Optative sentences express wishes.

Example:
- May you live a long and happy life together.
- God save you!
- Peace be upon him.
Structure: (গঠন প্রণালী )
Structure:May+subject+verb+extention.
May you prosper day by day.
Example:
- May you live long.
- May Allah bless you.
- Wish you all the best.
- Long live Bangladesh (can be formed without ‘may’)

No comments

Featured Post

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Pahela Baishakh Paragraph The First Day Of Bengali New Year

Powered by Blogger.